Saturday, July 30, 2011

একালের রাধা-আয়ান সংবাদ

রাধা
ভণ্ডামিটা ঘোমটা মাথায় বসে আছে অন্তরে
বাইরে তবু লজ্জাবতী কুলবধুর ভেক ধরে
ঠকাতে চাই জগত কে ।
ঘরের মানুষ দোষ করেনি মন্দ আমার অন্তরে
পরপুরুষে মন মজেছে সাপ নাচুনী মন্তরে
নাচাতে চাই মহৎ কে ।

আয়ান
নিজের উপর দোষ নিয়ে সব বলছ কেন
যাচ্ছে তাই ; যা করেছ ঠিক করেছ
আমি তো আর পুরুষ নই;
মদের নেশায় বুঁদ হয় রোজ রাত্রে
ফিরে ভোর ঘেঁসে ।
ন্যাতার মতন কেতরে থাকি
বিছানাটার একপাশে ।

সত্যি কথা বলতে গেলে আমার ও
এই শরীরটা
সেঁকে আসি গরম তাপে-
লক্ষ্মী, চাঁপা, নন্দিতা ,
নানা রকম নাম যে তাদের হরেক রকম
ঢং জানে ।
কিন্তু আমার মন মজেনা সে সব ফুলের অঙ্গনে ।
আমার যে এক তুমিই আছ মনটা জুরে সুন্দরী ।
যে চুলতেই যাই না কেন, আসব ফিরে রাত ভোরে ।।

No comments:

Post a Comment