কতদিন দেখা নেই গণেশের সাথে,
ভাবে খুকু কথা সেই মাথা রেখে হাতে ।
খুকু খুকু ডেকে আজ সারা হল সব ,
খুকু কেন চুপ চাপ নেই কলরব ।
খুকুর বন্ধু সব শোনো বলি তবে ,
গণেশটা এলে ফিরে, খুকু কথা কবে ।
এত দিন হয়ে গেল আসে নাসে কেন ,
আর কেউ দেশে আর যায় নাকো যেন ।
সে না এলে কার সাথে খুকু করে আড়ি ,
গণেশকে বল যেন আসে তাড়াতাড়ি ।
কত কথা খুকুটার পেটে আছে জমে ,
বলছেনা বলে দেখ খিদে গেছে কমে ।
গণেশকে ‘বোকা’ বলে হেসেছিল খুকু!
সে তো শুধু ঠাট্টা গো বোঝে না এটুকু?
হেরো বলে দুয়ো দিয়ে নেচেছিল নাকি,
গণেশ যে মহা-পাজি ভুলে গেছ তাকি ।
পেটুক বলে ও নাকি ডেকেছিল কবে-
গোপন কথাটা আজ শোনো বলি তবে ,
মামা-মাসি যত টফি, চকলেট দিল ,
টিনের বাক্সে এক রেখেছে সেগুলো ।
গণেশটা ফিরে এলে খাবে এক সাথে ।
তোমর তো দোষ ধর খালি সব তাতে ।
ছুটি তো হয়েছে শেষ স্কুল ঘুলে গেল,
গণেশ কে তাড়া তাড়ি চিঠি লেখে ফেল ।
দেরি যেন করে না সে আর,
পথ চেয়ে খুকু শুধু করে ঘরবার ।
দেমাকিটা এলে ফিরে পরে ,
দেখো ঠিক খুকুমণি দেবে আড়ি করে ।।
No comments:
Post a Comment