বিয়েবাড়ির জমজামাটি আলোর মাঝখানে,
ছুঁয়ে গেল একজোড়া চোখ
নরম উত্তাপে ।।
বেনারসি জরির পাড়ে
আলতা রাঙ্গা পা,
মুখখানি তার পানের পাতা ,
সোনায় মোড়া গা ।
সবকিছু দেয় ভুলিয়ে সেই চোখ –
মন বলে আজ এখান থেকেই জীবন শুরু হোক ।
তার ফোলা ফোলা অধরখানি লাল,
সিঁদুরে, চন্দনে সাজে গাল-
ছোট্ট মিষ্টি বংশী নাকে
হীরের নাকছাবি ।
ডাগর ডাগর কালো চোখে
আমার বুকের চাবি ।
কেন এমন অনর্থ, কেন খুললে
বন্ধঘর ।
তোমার পাশে দাঁড়িয়ে কেন
টোপর পড়া বর ।
বিয়েবাড়ির হট্টগোলে, ডুবল মন পাপে –
তোমার কাজল কালো চোখ
ভরল কেন হৃদয় আমার
নরম উত্তাপে ।
No comments:
Post a Comment