তুমি ডাকলে -
জ্যোৎস্নায় পা ডুবিয়ে চলে এস মালতী ,
আমার কঙ্কালটা হেসে ওঠে ,
তার খাঁচায় খাঁচায়
অমাবস্যার অন্ধকার ,
তবু আমি জ্যোৎস্না খুঁজে বেড়াই ।
তার নরম আলোয়
ডুবে যেতে চাই মালতীর মত ।
অশান্ত, অবাধ্য মেঘ ঢেকে ফেলে চাঁদ,
তারারা উঁকি মারে -জগত ঘুমায় ;
আমি জ্যোৎস্না খুঁজে ফিরি
অমাবস্যার কালো হাত
ছিন্ন-ভিন্ন করে -রাতের বেলায়
জ্যোৎস্নার মায়াবী আলো
খেলা করে কোন ঘরে
তুমি দাও বলে ।
No comments:
Post a Comment