Sunday, November 6, 2011

বেঁচে থাকতে চাই


সামনে বৈদ্যুতিক চুল্লি
ভিতরে পুড়ছে দেহ
প্রতিদিন, মুহূর্তে মুহূর্তে
শূন্য বুকে, দুঃখ চোখে
আমি
ও আমরা আছি অপেক্ষায়
কতদিন আরো কতদিন
জীবনকে পাবো ;
এই ভাবনায় ,
সুখের আশায় জল ঢেলে
দুঃস্বপ্নের রাত্রি যাপন
এর নাম জীবন তো নয় ,
জীবন্ত নরক দর্শন
কেন তবে জীবনের দুঃখ ছেঁকে
সুখটুকে চোখে এঁকে
রূপ-রস-গন্ধ তার করিনা গ্রহণ
যতক্ষণ আছে এ জীবন !

তুমি আছ আশায় আশায়
তোমার দেহটা গেলে
কিছু তবু থাকে বাকি
কারো বুকে, কারো চোখে
বেদনার লাল রক্তে ,
আমৃত্যু ভালবাসায়
ভুল বন্ধু , ভুল ,
থাকে শুধু তোমার অভাব,
তুমি নয় ।।

দূরে যে জ্বলছে চিতা,
সে আগুনে একটু একটু করে
পুড়ছ তুমিও ,
আগুনের শেষে শুধু পরে থাকবে ছাই
যতদিন আছে এ জীবন-
সব সুখ নিংড়ে নিয়ে,
বেঁচে থাকতে চাই ।।

No comments:

Post a Comment