Monday, November 21, 2011

পারিনা মুক্তি খঁজে নিতে




আমি তাকিয়ে ছিলাম,
সাদা দেয়ালের মতন তোমার মন থেকে,
ফিরে আসা আমার ব্যথাগুলো
কেমন কুঁকড়ে যাচ্ছে
সেটা কি শুধু
কষ্ট নাকি অনুতাপে, ধিক্কারে
অপমানে
প্রাপ্ত বয়স্ক মানুষ নয়,
আমি  শিশু যেন এক অবোধ
মানসিকতায় , আঁকড়ে ধরতে
চাই  না-পাওয়া স্বপ্নকে

ফিরে ফিরে দেখছিলাম
উদাসীনতা কি চরম শান্তি এনে
মুক্ত করেছে তোমায়
কেন আমি নয়, কেন আমি
পারিনা মুক্তি খুঁজে নিতে
অন্ধকার মনের আনাচে কানাচে
এখনো লুকিয়ে বাস করে -
মুগ্ধ সে তোমার আশায়,
তার হাতে-পায়ে জরিয়ে ধরতে
চায়- শ্বাসরোধী অনুভূতি ;
আমি বুঝি, খুব বুঝি,
তবু পারিনা  মুক্তি খুঁজে নিতে

আমি ডেকেছি তো নাম ধরে,
ধাক্কা খেয়ে তোমার দেয়ালে
সে আসেনি  ফিরে
সে ডাক পাখনা মেলে উড়ে গেছে
অসীম নির্বিকল্পে অনন্ত জিজ্ঞাসায় ;
আমি তবু প্রজাপতি হয়ে
বসে আছি মাধবীলতায়


No comments:

Post a Comment