তার চোখে কোন ব্যাথা,
তার মনে কি যে কথা ,
জেনে কি হবে গো তোমার ।
দিন আসবে , দিন যাবে ,
সংসার গভীর হবে ,
মনে কি রাখবে সেতার -
কার হাতে বাজে সুরে ,
কার মন-প্রাণ জুরে –
শুধু স্বপ্ন, শুধু মায়াজাল ,
স্বপ্নরা পাখা মেলে প্রজাপতি প্রায় ,
মায়াজালে বাঁধা পরে ভেঙ্গে ভেঙ্গে যায় ।
এখানে কুঞ্জবনে গাছের ছায়ায় ,
দুজনার বাসা নেই,
প্রেম-ভালবাসা নেই,
আছে স্বপ্ন, আছে গান, সুর আর তাল ।
সে তার একার -
ছোটো বড় ব্যাথা যত ভাসিয়েছে জলে ,
মনের মণিকোঠা ডুবেছে অতলে ।
নেই কষ্ট আর ।
তার হাত বাজে সুরে,
তার মন প্রাণ জুরে ,
শুধু স্বপ্ন, শুধু মায়াজাল ।
কেন মিছে ডাক তাকে ,
ফিরবে না কারো ডাকে
সুরঞ্জনা সুরেতে মাতাল ।।
No comments:
Post a Comment