বেল-কুঁড়ি তার লাজুক মনে যত কথা রাখে লুকিয়ে
একটা একটা সাদা পাতা তার ভরা থাকে
সৌরভে ।
তুমি জান আমি জানি ,
নরম হৃদয় তবুও হয়ত কেউ কেউ গেছে দলে
কুঁড়ি থেকে তাই ঝরে গেছে পেলবতা ,
সেই থেকে তার কাজল মেঘেরা
ঢেকে দিল চাঁদ তারাকে ,
আকাশে এখন শুধুই দহন
ফুলেদের ভাষা হারিয়ে
শ্লেষ দেয় শুধু ছড়িয়ে ।
তুমি জান আমি জানি –
তবুও পারত কেউ কেউ তুলে নিয়ে
কিছু কথা ফিরে দিতে ।
আমি শুধু এক রাত্রি জ্বালাই তার সেই
পাতা ছিঁড়ে
কিছুটা নিংড়ে নিতে ।।
No comments:
Post a Comment