লিখেছিলাম ফিরে এসে
দ্যাখা করব স্বাতিদি
প্রনাম করব যদি থাক কলকাতায় ;
লিখেছিলাম নীললোহিত চিঠির পাতায় .
ভেবেছিলাম কবির সঙ্গে মেলাবো কথামালা
কবি কি হেসেছিলে
মনে মনে
সামান্য মানুষের এত সাহস ও হয়!
হাঁটু গেড়ে ভিক্ষা করার কথা ,
আমি ভেবেছিলাম তার কাছে আসার যোগ্য হয়েছি
লেখা নিয়ে কথা বলতে যদি
কবির যোগ্যতায় ;কবির অন্তর না ছুঁতেও পারি,
তবু গনেশের কৃপায় পৌঁছে যাব ঠিক
কবির দরজায় ..
স্বাতিদি কাছে টেনে নিলে
তোমার চিরকালীন নম্রতায় ,
তবু আমি সময় চেয়েছি ;
তিরিশ বছর কি কম নয় !
আরো তিন মাস সময় চেয়েছি
কবি দর্শন কামনায় ..
চলে গেলে কবি -
তুমি কি মনে মনে হেসেছিলে
একালের একলব্যের মানসিকতায় !
আমার অনাগত জাতক কে ঠেলে ফেলে
চলে গেলে কবি !
No comments:
Post a Comment