Wednesday, August 14, 2013

ভগবান তুমি কেন - কোথায় যে যাও চলে,

কোথাও দুর্গা, কোথাও কালী, কোথাও গণেশ চতুর্দশী
কোথাও দশ, কোথাও বিশ, কোথাও কোথাও আরও বেশি
মানুষ চলে ঝলমলিয়ে, আলোর রোশনাই,
ভিখুর ছেলে বসে এসে ,পাড়ার পুজটায়।
খুকুমণির ভাল্লাগেনি,চপ টা দাও ফেলে,
আমায় দাওনা বসে আছি কিছু পাব বলে ।
ঈশ মাগো কি নংরা চান করিস না বুঝি,
কি আর করবি দিয়ে দে মা,
অন্য দোকান খুঁজি ।।
নংরা হাতে ভিখুর ছেলে নাকের জল মোছে।
ভাগ্য টা আজ ভাল নয় ভিখুর ছেলে বোঝে ;
কাল পুজোতে তে পুর প্যাকেট
আলুর দম, দুখান লুচি, মিষ্টি আর চপ-
দিয়েছিল এক দয়ালু খেয়েছে সপ-সপ ,
মন মনে ভিখুর ছেলে আকুল হয়ে বলে-
ভগবান তুমি কেন - কোথায় যে যাও চলে,
রোজ ই থাকতে পার, এই প্যান্ডেল টায়
তাহলে আর খাবার অভাব থাকেনা পেটটায়।।


No comments:

Post a Comment