সহজ কথা
সহজ ভাবে বলতে পারা সহজ নয়,
রবি ঠাকুর এই কথাটা
বলেছিলেন এক সময় ।
কিন্তু
আমরা যারা যত আছি।
এই কালে আর এই দেশে,
সহজ সরল ভাবনা-গুল
জট পাকিয়ে ভীষণ জটিল;
চালাক চতুর নেট প্যাকেজে,
তৈরি মানুষ যাচ্ছে ভেসে ।
তির্যক আর ঠাণ্ডা লড়াই-
মোবাইল আর ইন্টার নেটে।
দিনের শেষে ঠাই পাইনা-
কোথাও কারো মনের ভিতর।
সুধুই দেখি যন্ত্র মানুষ,
ঘুরছে ফিরছে মেকী হেসে, রঙিন বেশে
আধুনিক এই জগতটাতে
মানুষ দূরে যাচ্ছে ভেসে ।।
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"সহজ কথা সহজ ভাবে বলতে পারা সহজ নয়" এটা বোধ হয় শঙ্খ ঘোষ এর লাইন। রবি ঠাকুর বলেছেন "সহজ কথা বলতে আমায় কহ যে/ সহজ কথা যায়্না বলা সহজে ।"
ReplyDeleteThik bolechen - thank u
ReplyDelete