Sunday, December 8, 2013

যেদিন ছিলাম উনিশ কুড়ি




ছিলাম উনিশ কুড়ি
আকাশ আমার ভরা ছিল কবিতায়
মাটিতে ছিলনা পা
বাতাস যখন ছুঁয়ে ছুঁয়ে যেত চুল
মন আকুল অজানায় অচেনায়
স্বপ্নে ঘেরা জীবন তখন
ফুলের গন্ধে ভরা
ছিলাম
প্রজাপতি যেন
রঙিন নেশায় মত্ত
ভালবাসায় ঘেরা

বুঝিনি সেদিরি-কেউতো বোঝেনা
যত গান আর কবিতা
সবিতা নিজের জন্য
নিজেরই ভিতর পূর্ণ ।।

আজ ফিরে ফিরে খুঁজি
আজো কি সে আছে দাঁড়িয়ে সেখানে
সে ই স্বপ্নের নারী ,
যে ছিল উনিশ কুড়ি !




No comments:

Post a Comment