ঝরা পাতা ধূলি ঝড় সাথে করে নিয়ে যায় ,
বুক খালি করে পথ শুয়ে থাকে;
কেউ আসেনি, কেউ আসবেনা ,
যাকে ডেকে ডেকে মেঘ বৃষ্টি হয়ে গেল ।
তবু ও প্রথম বৃষ্টিতে স্নান করে হেসে ওঠে গাছ –
পথ তুমি ভুলে জাও নি তো !
আজ তার আসার কথা ছিল ।
না গাছ কিছুই ভুলিনি আমি
কিছু ভুলবনা-
দেখ চেয়ে
সূর্য ডোবার সাথে সাথে-
ধীর পায়ে এ পথ বেয়ে চলে যায়
নতুন তারারা ছায়া পথে ।
পথের শেষ মিলেছে যে আকাশের গায় ;
কেউ আসেনি কেউ আসবেনা
তারা বলে যায় ।।
বুক খালি করে পথ শুয়ে থাকে;
কেউ আসেনি, কেউ আসবেনা ,
যাকে ডেকে ডেকে মেঘ বৃষ্টি হয়ে গেল ।
তবু ও প্রথম বৃষ্টিতে স্নান করে হেসে ওঠে গাছ –
পথ তুমি ভুলে জাও নি তো !
আজ তার আসার কথা ছিল ।
না গাছ কিছুই ভুলিনি আমি
কিছু ভুলবনা-
দেখ চেয়ে
সূর্য ডোবার সাথে সাথে-
ধীর পায়ে এ পথ বেয়ে চলে যায়
নতুন তারারা ছায়া পথে ।
পথের শেষ মিলেছে যে আকাশের গায় ;
কেউ আসেনি কেউ আসবেনা
তারা বলে যায় ।।
No comments:
Post a Comment