যত ই লিখি গল্প টল্প
কবিতা আর ছড়া
সব লেখার ই ভিতর আছে
তোমার সুত্র ধরা
জীবন থেকেই নেয়া তো সব
তার বাইরে কিছুই নেই
লিখি যখন মনের মধ্যে
তোমার অনুভব
কবি তুমি শিল্পী তুমি
গায়ক সাহিত্যিক
বলি যদি আমার লেখা
আমার অহংকার কে ধিক
তুমি যখন সূর্য হয়ে আলো জ্বালাও প্রাণে
ডগমগিয়ে মনটা ছোটে
কবিতা আর গানে
অনেক সময় পাইনা খুঁজে
কোথায় যে যাও চলে
বন্ধ খাঁচায় বন্দী পাখি
ভাসে চোখের জলে
ভিড়ের মাঝে হটাত ছোঁয়া
এদিক ওদিক চাই
মিটমিটিয়ে হাসছ বসে
আমারই প্রাণটায় ,
যতদিন জীবন আছে আমি তোমায় ধরি
ফুরিয়ে গেলে জীবন তুমি আমায় কর চুরি
কবিতা আর ছড়া
সব লেখার ই ভিতর আছে
তোমার সুত্র ধরা
জীবন থেকেই নেয়া তো সব
তার বাইরে কিছুই নেই
লিখি যখন মনের মধ্যে
তোমার অনুভব
কবি তুমি শিল্পী তুমি
গায়ক সাহিত্যিক
বলি যদি আমার লেখা
আমার অহংকার কে ধিক
তুমি যখন সূর্য হয়ে আলো জ্বালাও প্রাণে
ডগমগিয়ে মনটা ছোটে
কবিতা আর গানে
অনেক সময় পাইনা খুঁজে
কোথায় যে যাও চলে
বন্ধ খাঁচায় বন্দী পাখি
ভাসে চোখের জলে
ভিড়ের মাঝে হটাত ছোঁয়া
এদিক ওদিক চাই
মিটমিটিয়ে হাসছ বসে
আমারই প্রাণটায় ,
যতদিন জীবন আছে আমি তোমায় ধরি
ফুরিয়ে গেলে জীবন তুমি আমায় কর চুরি
No comments:
Post a Comment