আমি আমার বাইরে গিয়ে খুঁজি আমায়,
মনে হয় এ তো নয় এ তো নয়-
কোথায় হারিয়ে গেলি মন আমার !
কোন সবুজের বনে কোন সে
নদীর বাঁকে , কোন সে বকুল তলায় !
আজো ডাকে ইশারায় -
যায়না যাবেনা ফেরা জানি -
তবু শুনি আকাশে বাতাসে কানাকানি -
একবার আয় ফিরে আয়
ফেলে আসা সকাল বেলায় ,
সে ই মধু মাসে ফুল হাসে ,
মনে দেয়া নেয়া খেলা গোধুলি বেলায়,
জানি ফেরা যাবেনা যে
মন করে হায় হায় -
বাতাস চলেছে বয়ে অনন্ত যাত্রায় !
মনে হয় এ তো নয় এ তো নয়-
কোথায় হারিয়ে গেলি মন আমার !
কোন সবুজের বনে কোন সে
নদীর বাঁকে , কোন সে বকুল তলায় !
আজো ডাকে ইশারায় -
যায়না যাবেনা ফেরা জানি -
তবু শুনি আকাশে বাতাসে কানাকানি -
একবার আয় ফিরে আয়
ফেলে আসা সকাল বেলায় ,
সে ই মধু মাসে ফুল হাসে ,
মনে দেয়া নেয়া খেলা গোধুলি বেলায়,
জানি ফেরা যাবেনা যে
মন করে হায় হায় -
বাতাস চলেছে বয়ে অনন্ত যাত্রায় !
No comments:
Post a Comment