খোলা বারান্দার কোনে বসে
দেখেছি অন্যমনে
জলহীন মেঘের খেলা
সূর্য ডোবার বেলা
দেখেছি রঙের খেলা ...
সাদা মেঘে গোলাপী সোনায় ,
খোলা জানলায় অধীর আগ্রহে
দেখেছি রাত্রি শেষে
সোনালী আকাশে রক্তিম সূর্য কে
বারে বারে ডাকি
আয় এই ঘরে
অর্চিষ্মান - এখানে রয়েছে শুয়ে
আমার মামনি
তো কে ডেকে ডেকে
দিন চলে যায়
মিথ্যা আশায় ;
তুই এলিনা কেন
এই জানলায় ,
খোলা বারান্দায় তোকে ডুবে যেতে
দেখি রোজ অনন্ত যাত্রায় .
No comments:
Post a Comment