কতো দিন যেন দেখিনি
সবুজ আর নীলের মাখামাখি
ঐ অনেক দূরে-
যেখানে আকাশ হয়েছে শুরু,
কতোদিন শুনিনি ডাক-
নিরাসক্ত নয় যেখানে
মেঘের দামামা আর
ঢেউএর গুরু গুরু।।
ভেজা মাটির গন্ধ, বেল, জুই, চাঁপা
কতোদিন বাসেনি ভালো কেউ,
অসীম শক্তি নিয়ে
আছড়ে পড়েনি ঢেউ
তীরের উপর ।
শুধু কষ্ট বুক চাপা-
মিথ্যা অভিনয়।
কতদিন যেন দিখিনি তোমায়
মনে হয় ।।
রাধা উবাচ
জল ছিলনা চোখে আমার-
পূর্ণ হয়নি আশা ?
তাই কি এত কঠিন আঘাত
চোখের জলে ভাসা ?
বুঝতে যদি কোন গভীরে
ডুব দিয়েছে মন ;
দেখতে পেতে এই এখানেই
রাধার বৃন্দাবন ।
চোখের জলের ভাষায় যদি
হয় এ প্রেমের জয়,
চাইনা অমন তুচ্ছ কিছু
এমন পরিণয় ।
তুমি আছ দাঁড়িয়ে যেথায়,
জগত সেখানে নেই,
চলেও যদি যাও হে প্রিয়
থাকবে এ প্রাণেই।
চোখের জলের পাওনি দেখা
পূর্ণ হয়নি আশা !
হৃদয় দিয়ে ঢেকেছি যে
তোমার ভালবাসা ।।
Friday, April 11, 2008
শূণ্য্য
শূণ্যতা
এত অপূর্ণতা কেন
জীবন জুরে থাকে?
খুঁজব কোথায়
কেমন করে পাব তাকে,
আকাশ ভরা সূর্য তারার
ফাঁকে ফাঁকে
যে পূর্ণতার আভাস মেলে
সব ফেলে আজ
তাকেই শুধু খুঁজি।
এ কেমন খেলা
মন আমার
তুমি খেলছে বল দেখি।
শূণ্য কে আজ পূর্ণ
বলে হচ্ছে মনে।
বনে বনে
পাতায় পাতায়
ফুলে ফলে
জলে স্থলে
কে যেন ডাক দিচ্ছে
আকুল স্বরে
শুণ্য হৃদয়
কার প্রেমে আজ
ভরল এমন করে !
এত অপূর্ণতা কেন
জীবন জুরে থাকে?
খুঁজব কোথায়
কেমন করে পাব তাকে,
আকাশ ভরা সূর্য তারার
ফাঁকে ফাঁকে
যে পূর্ণতার আভাস মেলে
সব ফেলে আজ
তাকেই শুধু খুঁজি।
এ কেমন খেলা
মন আমার
তুমি খেলছে বল দেখি।
শূণ্য কে আজ পূর্ণ
বলে হচ্ছে মনে।
বনে বনে
পাতায় পাতায়
ফুলে ফলে
জলে স্থলে
কে যেন ডাক দিচ্ছে
আকুল স্বরে
শুণ্য হৃদয়
কার প্রেমে আজ
ভরল এমন করে !
Thursday, April 10, 2008
গোপন কথা
এতদিন বলিনি কথা
যাইনি তোমার কাছে।
ভালোবাসার ফুলটি আমার
শুকিয়ে যায় পাছে-
মলিন নিঃশ্বাসে ।
তুমি জানো কি প্রিয়-
নীরবে ছিলাম কিসের আশ্বাসে ?
আমি চাইনি তোমার চোখে,
ডাকিনি তোমায় আমার গানে গানে –
তুমি বোঝো কি তার মানে ?
তোমার প্রেম গোপনে সুখে
লুকিয়ে ছিল আমার বুকে-
হারাই তাকে পাছে
অবিশ্বাসীর কাছে,
মলিন সুতোয় পাছে সে পরে ধরা!
প্রিয় তোমার প্রেম যে আমার
সকল বাঁধণহারা।
আকাশ জুড়ে ঐ যে মেঘের ঘটা,
দামামা গুরু গুরু।
প্রবল বারিধারার সাথে
হল যে আজ শুরু,
প্রকৃতির এই মিলন অভিযান ।
তারই মাঝে খুঁজে নিও-
আমার প্রেমের গান ।।
যাইনি তোমার কাছে।
ভালোবাসার ফুলটি আমার
শুকিয়ে যায় পাছে-
মলিন নিঃশ্বাসে ।
তুমি জানো কি প্রিয়-
নীরবে ছিলাম কিসের আশ্বাসে ?
আমি চাইনি তোমার চোখে,
ডাকিনি তোমায় আমার গানে গানে –
তুমি বোঝো কি তার মানে ?
তোমার প্রেম গোপনে সুখে
লুকিয়ে ছিল আমার বুকে-
হারাই তাকে পাছে
অবিশ্বাসীর কাছে,
মলিন সুতোয় পাছে সে পরে ধরা!
প্রিয় তোমার প্রেম যে আমার
সকল বাঁধণহারা।
আকাশ জুড়ে ঐ যে মেঘের ঘটা,
দামামা গুরু গুরু।
প্রবল বারিধারার সাথে
হল যে আজ শুরু,
প্রকৃতির এই মিলন অভিযান ।
তারই মাঝে খুঁজে নিও-
আমার প্রেমের গান ।।
Wednesday, April 9, 2008
ইচ্ছা
এত যে চাই তাই
যাইনা কাছে, পাছে ওনিচ্ছাতেও
প্রকাশ করি - অপ্রকাশকে।
যাকে আমি রাখতে চাই ধরে
শুধুই আমার প্রণয়-বাসর ঘরে ।
বাইরে এনে তাকে, ফেলে ধুলোর পরে
মলিন আমি করবনাতো
যে আছে অন্তরে ।
জানি আমি আছি তোমার ঘরে
তুমি যেমন আছ আমার -এ অন্তরে ।
থেকো তুমি এমন ভাবেই
ইচ্ছা হয়ে আমার সকল জুড়ে-
আমার জীবন-গানের সুরে ।।
যাইনা কাছে, পাছে ওনিচ্ছাতেও
প্রকাশ করি - অপ্রকাশকে।
যাকে আমি রাখতে চাই ধরে
শুধুই আমার প্রণয়-বাসর ঘরে ।
বাইরে এনে তাকে, ফেলে ধুলোর পরে
মলিন আমি করবনাতো
যে আছে অন্তরে ।
জানি আমি আছি তোমার ঘরে
তুমি যেমন আছ আমার -এ অন্তরে ।
থেকো তুমি এমন ভাবেই
ইচ্ছা হয়ে আমার সকল জুড়ে-
আমার জীবন-গানের সুরে ।।
অপূর্ণ
আমার যে খুব ইচ্ছা করে
প্রবল ঝড়ের মত এসে
আবেগের ঢেউ-সমুদ্র-সমান কেউ
যেন ধরে বুকে -আমার শরীর।
অন্ধকার রাতে, তারার মতন
জ্বলবে হৃদয়।।
হারাবার থাকবেনা ভয়
আকাশের বুকে, লুকাবে সে সুখে
দিনের আলোয়, ক্ষীণ চন্দ্রালোকে
দেখাদেবে সুদূরের এ নীলিমায়।
সর্বগ্রাসী ,সর্ব্ব্যব্যাপী প্রেম-অপ্রেম
মিলে-মিশে হবে একাকার।
ভেদ কোনো থাকবেনা তোমার-আমার,
থাকবেনা ভয় কোনো চলার থামার।।
কোনোদিন কি হবে না পূর্ণ আশা?
অসীম শূণ্যের মাঝে
বাঁধবেনা বাসা।
যাবে নাকি নিয়ে সাথে করে?
আমার যে বড় ইচ্ছে করে !