দূরের মানুষ দূরেই থাকে যদি না ডাক কাছে ,
যেমন দূরে আছে তোমার সুর্য তারা চাঁদ ;
যেদিন বোঝো কে পেতেছে জীবন-জোড়া ফাঁদ ,
বুঝবে বন্ধু তারা তোমার জীবন জুড়ে আছে ।
আমি তোমায় ডেকে ডেকে সারা হলাম তবু,
কে যে তুমি তাই বুঝিনি মিথ্যা ডাকা ডাকি ,
এমনি ভাবে নিজের মন নিজেকে দিয়ে ফাঁকি ;
বায়না ধরে আমায় তুলে ধরতে হবে প্রভু ।
প্রভু-ভৃত্য, বন্ধু-মিতা কোন পথটা সোজা ;
কোন পথটা চলতে গেলে কাঁটার ভাগ কম ,
কোন পথটা ফুরিয়ে গেলেও ফুরাবেনা দম ,
অনেক কিছু হিসাব করে তবেই যায় বোঝা ।
সেই বোঝাটা মাথায় থেকে নামিয়ে রেখে নিচে –
সহজ-সরল হৃদয় খুলে একটু খানি হাস ,
শত্রু-মিত্র ভুলে তুমি শুধুই ভালবাস ;
দেখবে সবাই কেমন যেন দাঁড়িয়ে প্রাণের কাছে ।।
No comments:
Post a Comment