হঠাত বিদ্যুতের চমকের মতন ক্ষনিকের আলোয়
দেখলাম তোমার এলোমলো চুল
একরাশ কালো মেঘের মতন
ছড়িয়ে রয়েছে বুকে ,
গুরু গুরু দুরু দুরু শব্দ –
নেই কোনখানে ।
কেন সব চুপচাপ ।
তবে কি হঠাত-ই আবার
সেদিনের মতন
ঝড়ের গতিতে এসে ,
খালি করে নিয়ে যাবে আকাশ-
বাতাস জুরে দীর্ঘশ্বাস ;
সন সন বয়ে যাবে
উত্তরে ।
তোমার দু-চোখ
আজ ও কি থাকবে
বন্ধ অন্ধ আবেগে !
এস এস আরো একবার আকাশের থেকে নেমে
আমার এই বুকে
তোমার নরম হাতে জ্বালাও আমায়।
বিদ্যুত চাবুকে জাগে
মৃত পৌরুষ ।
পশ্চিম আকাশ ঘিরে আমার কল্পনা যাক
যাক অস্তাচলে ।
ভোরের আঁচলে করে নিয়ে এস তুমি
আশার আগু্নে আমি সেঁকে নিই
নিভন্ত অন্তর ।।
No comments:
Post a Comment