জানলা থেকে আকাশ
সেখানে মেঘের আলপনা ,
চেয়ে চেয়ে দেখি ।
চুপি চুপি রাত আসে
ফুটতে থাকে তারা –
একটা দুটো করে ,
নীলাম্বরে হিরের কুচিরা ।।
আমার আকাশে আর সুর্য ওঠেনা
শুধু অস্তে যায় ।
এ আকাশ ভরে ওঠে গোলাপী আভায় ।
আমি চেয়ে চেয়ে দেখি ।
আমি কান পেতে শুনি –
নীড়ে ফেরা পাখি ডাকে
ডানা ঝাপটায় ।
আমি কান পেতে শুনি
আশে পাশে সবখানে পৃথিবী ঘুমায় ।
ঘুমের সে দেশে আমি ক্রমশ চলেছি –
ধীরে আরো ধীরে ।
সেখানে আকাশ নেই , সেখানে বাতাস নেই
নেই গন্ধ, নেই শব্দ, নেই সুর, তাল ,
শুধু অন্ধকার ।
একদিন মিশে যাব তার সে গভীরে
কান পেতে শুনি আমি পদশব্দ তার ।
No comments:
Post a Comment