নায়ক
তার টান টান শরীর,
ঋজু , দৃঢ় ভঙ্গিমা ,
সোজা সরল দৃষ্টি
বিদ্ধ করে আমার অন্তর ।
কেউ নয়, সে আমার কেউ নয়
তবু থেকে থেকে মন চলে যায় ।
কি করছে সে এখন , কোথায়, কি বেশে !
তার চোখ হাসে আর আমার মন ডোবে
সুদুর অতলে ।
তার কথা এত করে ভাবা –
এ কি অনুচিত ? এ কি অনাচার ?
কে বলে দেবে। মনের ভিতর বসে
ভন্ডামী মাথা নারে ।
কিছু না কিছু না দোষের ,
তুমি ফিরে চল ঘরে ।
কি করে যে ফিরি-
আমি তো ডুবেছি গলা জলে ।
তবু আমি এখনো শুকন খটখটে ,
প্রেমবারি ভিজায়নি আমায় ।
আমি যার কথা ভাবি –
সে চেনেনা আমায় ।
No comments:
Post a Comment