আমি উনিশ-কুড়ি, তিরিশ-চল্লিশ আবার ষাটে ও আছি
সুখে-দুখে, অভিমানে অপমানে,
দণ্ডে দণ্ডে পলে পলে
জীবন দেখেছি।;
চাওয়া-পাওয়া কখনো মিলেছে হয়তো
কখনো নয় ;
মৃত্যুর মাঝেও আমি দেখেছি জীবনের জয়।
হেরে গিয়ে জীবনের কাছে- হাত ছেরে পথে
পড়ে গেছে যারা -
নিষ্ঠুর আমি মুখ ফিরিয়ে নিয়েছি,
চোরা বালি ঘিরেছে তাদের
আমি জীবন বেছেছি ।।
সব দেখে এখন জীবন চেটে খাই
পথ চলতে যত টুকু নিতে পারি
তত টুকু চাই ।।
জীবন আছে পথ জুড়ে ,
শেষে অনন্ত অজানা অচেনা অবস্থান-
আছে কিনা তা ও নেই কে বলতে পারে;
যত টুকু নিতে পার তত টুকু নাও
পথের শেষে কিছু নেই ।
ছড়িয়ে রয়েছে পথে জীবন তোমার
তাকে ভালবাসা দাও।।