শান্ত নদীর পারে ছিল ফুলকুমারীর বাসা
ফুলের মত হৃদয় ছিল হরিন চোখের ভাষা
তার সে চোখে ডুব দিয়েছে যত ছিল কুমার
সবাই লড়ে সবাই বলে ফুলকুমারি আমার
তারপরে কি হলো বলো তার পরে কি হলো
ফুলকুমারীর মনে এলো দিব্য প্রনয় আলো ,
বকুল কথার মালা গেঁথে ভাসিয়ে দিল মেঘে
মেঘ চলেছে ভেসে সাথে সুবাস ওঠে জেগে
তারপরে কি হলো বলো
কোথায় গেল শেষে
সে ভারি এক অচিনপুরী
সে এক মহান দেশে ,
নন্দন কানন ছিলো - নীলকন্ঠ পাখি ,
মেঘ দিল সেই বকুল কথা পারিজাত কে ডাকি ;
বকুল মালায় সুবাসিত আকাশ বাতাস জল
ফুলকুমারীর সকল শরীর সুখেতে উজ্জল
পারিজাতের সৌরভে যে ভরলো মেয়ের প্রাণ ,
যাও গো যতো কুমার -
তোমাদের নেই এখানে স্থান
অপন্গন্ধে পাগল মেয়ের
সুবাস ভুবন ভরা
অঙ্কুরিত মধুর প্রেমে
জগত পরে ধরা.
ফুলের মত হৃদয় ছিল হরিন চোখের ভাষা
তার সে চোখে ডুব দিয়েছে যত ছিল কুমার
সবাই লড়ে সবাই বলে ফুলকুমারি আমার
তারপরে কি হলো বলো তার পরে কি হলো
ফুলকুমারীর মনে এলো দিব্য প্রনয় আলো ,
বকুল কথার মালা গেঁথে ভাসিয়ে দিল মেঘে
মেঘ চলেছে ভেসে সাথে সুবাস ওঠে জেগে
তারপরে কি হলো বলো
কোথায় গেল শেষে
সে ভারি এক অচিনপুরী
সে এক মহান দেশে ,
নন্দন কানন ছিলো - নীলকন্ঠ পাখি ,
মেঘ দিল সেই বকুল কথা পারিজাত কে ডাকি ;
বকুল মালায় সুবাসিত আকাশ বাতাস জল
ফুলকুমারীর সকল শরীর সুখেতে উজ্জল
পারিজাতের সৌরভে যে ভরলো মেয়ের প্রাণ ,
যাও গো যতো কুমার -
তোমাদের নেই এখানে স্থান
অপন্গন্ধে পাগল মেয়ের
সুবাস ভুবন ভরা
অঙ্কুরিত মধুর প্রেমে
জগত পরে ধরা.
No comments:
Post a Comment