যখন সূর্য্য ডোবার সময় হয়েছিল, সোনালী রদ্দুর বলেছিল-
এখনি যেওনা ছেড়ে, বড় ভালোবাসি-
আমার সকল দিয়ে ঘিরে রাখতে এ আকাশ ।
কিন্তু সে তো কবে ই শেষ হয়ে গেছে,
এখন গোলাপীর আলিঙ্গনে মুগ্ধ আকাশ
ফিরে ও দেখবেনা তোমাকে সোনালী;
হেসে বলেছিল সূর্য্য,
আকাশ তো আসবে ফিরে,
রাত্রির গভীরে- নীলিমাকে দিতে সান্ত্বনা,
তোমার সকাল তুমি রাখ যত্ন করে
ভোরের আকাশ ঘিরে তোমার আঁচল থাক
থাক চীর কাল ,
অমলীন, নীলের থেকেও নীল
ও ই পূর্বাকাশে
সোনালী রোদ্দুর হাসে ।।