Monday, September 15, 2008

জীবন


জীবন !
তুমি নও দুঃখজাত
তুমি নও বহমান চোরাস্রোত
মাটির গভীরে ।।
তোমাকে খুঁজেছি আমি সূর্য্যের আলোতে
সেই জীবনের ভোরে।
প্রবল প্রেমের শিখা জ্বেলে রেখে প্রাণে
দুরন্ত যৌবনে , লিখেছি তোমার কথা
গেয়েছি যে গান জীবন সায়াহ্নে -
চাঁদের কিরনে আর
প্রাণের ভিতরে ।।
দুঃখ্যের তীব্রতা আর ক্ষতের যন্ত্রনা যত,
বেদনার লাল রক্তে
চুঁয়ে চুঁয়ে পরে ।
সযত্নে মুছি সে রক্ত ;
জানি আছো তাই
রক্ত ধমনী তে ।
মুছে নিয়ে যায় যদি কালো হাত তার,
শত দুঃখ, শত প্রেম পারবেনা ছুঁতে ।
জীবন !
এখন তুমি শুধু যে আমার ।।