Tuesday, December 2, 2008

আর কত দূর

কতটা দূরে আছ তুমি

কতটা দূরে আশা !

আঁধার যেন জীবন জুড়ে

মরন ছুঁয়ে আসা ।

তোমার নামে অস্ত্র ধরে ।

জীবন চিড়ে রেখে -

হাজার মানুষ খুন করে সে

আল্লা নামে ডাকে ।

দাও কি সাড়া তাদের ডাকে

ছুঁয়েছ তাদের মন ?

তুমি কি তবে মৃত্যুর দুত-

দাও না জীবন !

আমরা যে চাই শান্তি-

চাই জীবন তোমার কাছে-

জীবন শেষের নৌকো তো এই ঘাটেই বাঁধা আছে ।

কেন তবে এই আয়োজন-

আগুন, ধোঁয়া কালো-

শয়তানের হাতে কেন

তোমার আশিস ঢালো ।

কোরান করে অপবিত্র-

খোদাকে বদনাম !

আর কতদিন থাকবে দূরে

এমন মৃয়মান ।