ইতিহাসের পাতা থেকে
যোধাবাই আমাদের বুকে আঁকা ।
তবু রিজওয়ানুর তোমায় মরতে হল ।
তুমি বুঝলেনা কোনটা কারন ধর্ম্ম না টাকা ।
যদি তুমি হতে মনজ বাজপায়ী
বস্তিবাসী !তবুও কিন্তু কসাইএর মুখে
ফুটতনা হাসি ।তুমি হতেই জবাই ।
এমনটাই হয় ।
তুমি নও নবাবের নাতি ,
নও তুমি বড়বাজারের
মস্ত ব্যবসায়ী
টাকার গদিতে বসে –
যে তুমি কিনে নেবে
শশুর-কন্যাকে ।
শুধু একবুক ভালবাসা আর
বিশ্বাস – তাতে কি হয় !
নিভে গেছে যে প্রদীপ
আলো জ্বেলেছিল দুটি প্রাণে ।
তোমার কবরে সে তো দেয় না গোলাপ ।
হায় কোন অশুভক্ষনে
হল যে আলাপ ,
মা তোমার আজও কাঁদে
বুক চাপরিয়ে ।
লেখা হয় ইতিহাসের আর একটি অধ্যায় ।
Thursday, January 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment