Monday, May 30, 2011
নয়নতারা
আমার বাগানে আমি ফোটাতে চাই ফুল
বেল, যুঁই, চাঁপা , সূর্যমুখীও হতে পারে ।
বাড়ির পিছনে দেখি হয়েছে ফুল- নয়ন-তারা ।
থরে থরে ফুটেছে ওরা- আপনহারা ।
কে তাকে এনেছে ডেকে - কে দেয় জল ,
আপন খুশীতে দোলে হাওয়ার সাথে সাথে-বনাঞ্চল ।
আমি বাঁধতে চাই ঘর
নিঃশ্চিন্তপুর, বালির পাহাড়, নয়ত নদীর ধারে ।
পথের ধারে দেখি অনাথ শিশু -কেউ গিয়েছে ফেলে ।
তার নরম দেহ- স্নেহে নিলাম কোলে ।
তার মুখের হাসি- তার চোখের জল ,
কাড়ে -আমার আড়াল ।।
আমি চেয়েছি সুখে থাকা নীরবে নির্জনে
আমার আকাশে যেন থাকে তারা ,আলোর রোশনাই ,
তুমি রেখেছ ভালবাসা পৃথিবী জুরে ,কোথায় পালাই ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment