মনের ভিতর আগুন
জ্বলে পুড়ে ছারখার
নদীটা আমার ;
দাবানল আজ বনাঞ্চলে –
শাড়ির আঁচলে ঢেকেছি
সে হাহাকার ।
যত টুকু বালি তলানিতে ,
ঝড় আসে - ছারখার –
এই নদী তবু পারবে
কি বেঁচে ফিরে এসে –
সাগরের ডাকে সাড়া দিতে ;
প্রতিজ্ঞা আমার
হবে কি পূরণ ।
দূর থেকে কোনো আপনজন –
ছুঁড়ে দেয় এক টুকর আকাশ
মেঘ মল্লার
তার সেই দানে –
আপ্লুত এই মন জানে -
টুপুর-টাপুর বৃষ্টির পর
ঝরবে শ্রাবণ ধারা -
ছাপিয়ে দুকুল ছুটবে সে ঠিক তার পথে-
মানবে না হার –
বন্ধু আমার অঞ্জলি পেতে নিয়েছি সে উপহার ।।
No comments:
Post a Comment