মা কোথায় তুমি ! বড্ড খিদে
গরম ভাতে ঘি আর একটা কাঁচা লঙ্কা
একটু সবুর করো মনি
একটা আলু মেখে দি .
আমার মা গরম ভাতে ঘি এখনো
আছেন আমার মেয়ের দিম্মা ;
তবু যেন অনেক দূরের কেউ
অনেক অচেনা !
মা তোমার হাতে মাখা গরম ভাতে ঘি
খেতে আর মন চায়না
.....
বুকে চাপা কষ্ট নিয়ে দিন কেটে যায় ,
মনের চোখের সামনে কত কিছু ঝাপসা হয়ে আসে
ছেলে মেয়ে জীবনের আসল জমানো ধন
দরকারে কাছে এসে পিছন এ দাঁড়ায়
তাদের কর্ত্যব্য জ্ঞানে জল মিশে নেই ;
মন বড় একা হয়ে গেছে
জীবনের শেষে এসে পিছনে
তাকালে মনে পরে
কত কিছু নেই !
গরম ভাতে ঘি আর একটা কাঁচা লঙ্কা
একটু সবুর করো মনি
একটা আলু মেখে দি .
আমার মা গরম ভাতে ঘি এখনো
আছেন আমার মেয়ের দিম্মা ;
তবু যেন অনেক দূরের কেউ
অনেক অচেনা !
মা তোমার হাতে মাখা গরম ভাতে ঘি
খেতে আর মন চায়না
.....
বুকে চাপা কষ্ট নিয়ে দিন কেটে যায় ,
মনের চোখের সামনে কত কিছু ঝাপসা হয়ে আসে
ছেলে মেয়ে জীবনের আসল জমানো ধন
দরকারে কাছে এসে পিছন এ দাঁড়ায়
তাদের কর্ত্যব্য জ্ঞানে জল মিশে নেই ;
মন বড় একা হয়ে গেছে
জীবনের শেষে এসে পিছনে
তাকালে মনে পরে
কত কিছু নেই !
No comments:
Post a Comment