Friday, May 29, 2015

মনের বয়স বারো

সাদা কালো ছবি
কল্পনায় আজ
রঙিন হলোকি -
আমার
মন চঞ্চল  - ঝলোকি ঝলোকি
ঝর্না ধারায়  পাথর  ডিঙ্গায়
মনের বয়স  বারো
ওরে আয় ছুটে  আরো যতো আছে  মোন
সবুজে রাঙানো  জল ছল ছল
দিঘির ধারে
মনকে আমার আজ যেন কেউ  ধরিস নারে
আমরা ছুটব  দিক বিদিক
আকাশ বাতাস তোলপার কোরে
তাথই নাচে  -  মোন সমুদ্রে  ডুব দিয়ে
যাবো  তাদের কাছে
যারা  আর আসবেনা ফিরে
তবু জানে মোন
ফিরে পাব ঠিক  যদি যাই ফিরে আরো ...
যখন আমরা সবাই ছিলাম বারো

No comments:

Post a Comment