Friday, June 19, 2015

পুতুল পুজো.

পুতুল পুজো.

সবুজ গ্রামের মাটির ঘরে  সোনার বউ পুজো করে  ,
সন্ধ্যা বেলায়  আলো ধরে  তুলসী তলায় গিয়ে  ,
শান্ত স্নিগ্ধ শীতল কুটির
গাছের পাতা ঝির ঝির ঝির
পুকুরের জল তির তির তির
আমি গিয়ে বাতাসা খাই
রোজ একটি করে  ,
শহর থেকে এলেন বিজ্ঞ
বলেন তম্বি করে ;
কিসের এত ফন্দি ফিকির
কিসের পুজো কিসের বা কি !
ওই  পুতুলে আছেটা কি
বলত খোলসা কোরে ;

সোনার বউ মিষ্টি হেসে
বলেন বিজ্ঞ বলেছেন বেশ
এ পুতুলে ঈশ্বর নেই ঠিক  -
তবু ও আছেন  - শত শত বছর ধোরে
আমাদের অন্তরে ,
পুতুল আমার ভাঙ্গে ও যদি
বিশ্বাস যে ফল্গু নদী
অন্তরেতে আছেন যিনি.
বাইরে তাঁকে এনে
করব  পুজো  নিত্য  নতুন স্থানে  ,
বাতাসা আর জল আমার মাটির গোপাল পায়  -
বসে থাকি কখন এই জ্যান্ত গোপাল এসে
সে প্রসাদ টি খায়

No comments:

Post a Comment