সহসা কোথা থেকে এলে ফিরে !
যুগ-যুগ পরে যেন উষ্ণ সেই কোমল হৃদয়
নরম দৃষ্টি মেলে দিলে ।
যেন একরাশ সাদা মেঘ শরত আকাশে,
এক পশলা বৃষ্টি যেন জৈষ্টের তাপিত হৃদয়ে ।
ছায়া ছায়া মুখ, ভাসা ভাসা কথা
প্লাবনের প্রায় ডোবাল আমায় ।
ভেবেছিলে কোনোদিনও, তোমার ঐ কায়া-
হারাবে যে তার পেলবতা,
কঠিন দৃষ্টি;
হবে রুক্ষ স্পর্শ তার
ক্রুদ্ধ হবে ভাষা !
বেল-কুঁড়ি তোমার প্রেমিক হৃদয়-
ক্যাক্টাসে হবে পরিণত !
শীতের সকাল আজ
পাতাঝড়া বেলা ।
ফিরে দেখি আজও আছ বেঁচে,
ছায়া হয়ে আজও চলো সাথে ।
আজ এই শীতের প্রভাতে
ডাক দিয়ে গেলে কেন
সেই চেনা স্বরে , চেনা নাম ধরে।