Thursday, January 8, 2009

মন উদাসী


গান তুমি গাও কোন উদাসীর বাঁশিতে !
ভাষাহারা কোন বেদনার রঙে রাঙাও হৃদয়।
গানে গানে কোন কথা বলে যাও
অচেনা ভাষায়,
কোন সুরে দাও দোলা-
ভয়লাগা শিহরণে
হৃদয় জাগাও !

পথ তুমি কোন পথে নিয়ে যাও
উদাসীন হাসিতে ।
কোন অজানার পথে নিয়ে যাও টেনে ।
দিশাহারা প্রাণে, জাগাও স্বপ্ন
যেন,
বালুময় সাহারায়
বৃষ্টির ধারা ।

ভাষা কোন যাদু মন্ত্রে তুমি
গেঁথে নিয়ে মালা
কাকে দাও উপহার।
হৃদয়ের ভার,
কোন ফুলে রেখে আস ফেলে ।
কোন প্রিয় তাকে
নেবে বুকে টেনে
কে নেবে বরণ করে
বরমাল্য তোমার
বল কাকে তুমি দিলে