Wednesday, October 21, 2009

তোমাকে চাই


তোমায় চাই ,আমি তোমাকে চাই
ব্যাকুল-আকুল প্রাণে -বন্ধু তোমার টানে
বন্ধ করে মুঠি -হতাশ হয়ে ছুটি .
কোথায় তোমায় পাবো-
কোন দিকে যে যাবো
দাও বলে দাও তাই .
বন্ধু তোমায় চাই .

হৃদয় আমার জানে, আমায় তোমার বলে মানে -
তবু তোমার দ্যাখা নাই
ক্যানো তোমার দ্যাখা নাই .

সকাল গেলো চলে, দিন পরেছে ঢলে,
নিকষ কালো রাত ,
শ্রান্ত শরীর-মনে ,একলা ঘরের কোনে,
আলগা হলো হাত,
সে হাত নিয়ে হাতে, সকাল-দুপুর-রাতে ,
চলছ সাথে সাথে ,
বুঝিয়ে তো দাও রোজ-ই .
তবু-ও সকাল হলে -সে সব কথা ভুলে,
আবার তোমায় খুঁজি . --


বন্ধ করে মুঠি -আবার আমি ছুটি
তোমায় পাওয়া চাই
কেন তোমার দ্যাখা নাই

No comments:

Post a Comment