লাল বাঁধান খাতায় অনেক কথা লিখেছিলাম
অনেক বছর ধরে ।
সে কথা কারুকে শোনান হয়নি, সে সব
কখোনো বলিনি জোরে ।
পিছন ফিরে দেখা ঠিক নয়,
তবু যখন খাতা খুলে পড়ি ,
অনেকটা সেরকমই মনে হয় ।
জীবনে কতো মোড় ঘুরে গেছে
কত পথ গেছে হারিয়ে ,
কতো পাহাড়, কতো মরুভুমি, অরন্য বা সমুদ্র পেড়িয়ে-
কতো বন্ধু চলে গেছে,
কতো হাত আমি নিজেই নিয়েছি ছারিয়ে ।
শুধু ছারেনি আমায় আমার স্বপ্ন,
ছারেনি আমার ভাষা ।
সমতলে জমি পেয়ে যাব একদিন,
এমনি প্রবল আশা এখনও যায়নি ছেরে।
এখনো এত বছর পরে ।
আমার কথা কেন শুধু কথা নয়-
কেন গাঁথামালা মনে হয়;
সে নিয়ে ভাবিনা আর,
মালাতো বাজারে বিকাতে নেবনা,
এ তো শুধু আমারি গলার হার ।
আমি ভালবাসি স্বপ্ন,
আমি ভালবাসি গান,
আমার কথারা স্বপ্নীল তাই
সুরের ঐকতান ।।
অনেক বছর ধরে ।
সে কথা কারুকে শোনান হয়নি, সে সব
কখোনো বলিনি জোরে ।
পিছন ফিরে দেখা ঠিক নয়,
তবু যখন খাতা খুলে পড়ি ,
অনেকটা সেরকমই মনে হয় ।
জীবনে কতো মোড় ঘুরে গেছে
কত পথ গেছে হারিয়ে ,
কতো পাহাড়, কতো মরুভুমি, অরন্য বা সমুদ্র পেড়িয়ে-
কতো বন্ধু চলে গেছে,
কতো হাত আমি নিজেই নিয়েছি ছারিয়ে ।
শুধু ছারেনি আমায় আমার স্বপ্ন,
ছারেনি আমার ভাষা ।
সমতলে জমি পেয়ে যাব একদিন,
এমনি প্রবল আশা এখনও যায়নি ছেরে।
এখনো এত বছর পরে ।
আমার কথা কেন শুধু কথা নয়-
কেন গাঁথামালা মনে হয়;
সে নিয়ে ভাবিনা আর,
মালাতো বাজারে বিকাতে নেবনা,
এ তো শুধু আমারি গলার হার ।
আমি ভালবাসি স্বপ্ন,
আমি ভালবাসি গান,
আমার কথারা স্বপ্নীল তাই
সুরের ঐকতান ।।
No comments:
Post a Comment