Thursday, February 10, 2011

২১ শে ফেবরুয়ারি

২১ শে ফেবরুয়ারি

রাস্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই
চেয়েছিল কিছু তরুন প্রাণ ।
বুলেটের ঘায়ে ছিন্ন ভিন্ন হল যে
পাঁচটি কোমল জান ।
লাঠি বা বুলেট পারেনি করতে দমন -
প্রাণের ডাক ।
ঝাঁপিয়ে পরেছে বাঙ্গালী তরুন
প্রাণ যাক জান যাক ।

ভাষা আমাদের বাংলা ,
আমরা বাংলাকে ভালবাসি ।
কত গুলি পার চালাও তোমরা -
প্রাণ দেব রাশি রাশি ।

আগুনের মত ছড়িয়ে পরেছে
লেলিহান শিখা সম ।
শত-সহস্র বাঙালি এগিয়ে
বুক পেতেছিল যেন ।

বিফল হতে দেবনা আমরা -
জীবনের বলিদান ।
দমকে দমকে বাজে বাতাসেতে
বাংলা মায়ের গান ।

কত দশকের পরে আজ
সেই একুশে ফেবরুয়ারী ।
এসেছে বন্ধু ,
এস আজ পথে ,
এক সাথে গান ধরি ।

ধন্য বাংলা, ধন্য বাঙ্গালী
ধন্য বাংলা ভাষা ।
এমন দিনে যে পূর্ণ হয়েছে
বাঙ্গালী প্রাণের আশা ।।

No comments:

Post a Comment