সোহাগবালা সোহাগবালা
দুয়ার খোলো তোর ।
রাত গিয়েছে চলে সোহাগ
এসেছে আজ ভোর ।
দুয়ার খোলো সোহাগবালা
রাত হয়েছে ভোর ।।
ছেঁড়া কাপড় ফেলে সোহাগ
নুতন কাপড় পরো ।
নতুন রঙ্গে সাজিয়ে ডালা
প্রভাত বরণ করো ।
সোহাগবালা সোহাগবালা
নতুন কাপড় পরো ।
পুরান তোর মালাখানি
দাও গো ছুঁড়ে ফেলে –
নতুন মালা গাঁথো সোহাগ
শিশির ভেজা ফুলে ।
রাতের সাথে বাসি কান্না
দাওগো বিদায় আজ
দুঃখ-সুখের সাজিয়ে ডালা
এল সুখের সাজ ;
সোহাগ রে তোর দুঃখ গাঁথ
সুখের সুতোয় আজ ।
দুয়ার খোলো সোহাগবালা
পর নুতন সাজ ।
Friday, February 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment