তোমার বয়স ষোলো
আর আমার বয়স আশি ।
তুমি বুক চিতিয়ে চল –
আমি খুক খুক খুক কাসি ।
তোমার জন্য উঠছে সুর্য
আমার অস্তগামী –
আমার গায়ে ছিন্ন বস্ত্র –
তোমার খানা দামী ।
তোমার চোখের তারায় হাজার
মানিক জ্বালায় আলো ।
আমার এই বৃদ্ধাবাসে –
আকাশ ভরা কালো ।
তবু তুমি-আমি আছি
এক ই সুতোয় বাঁধা –
খানিক জীবন আমার কাছে –
তোমার কাছে আধা ।
তোমার পথ চেয়ে চেয়ে
রোজ কাটাই দিন ।
না আসলে ধুসর , এলে
হয় সে রঙিন ।
তুমি আমার কৈশরের –
জীবনমুখী ছবি –
স্মৃতিটুকুন আছে আর
হারিয়ে গেছে সবি ।।
Sunday, April 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment