বৈশাখী কালো মেঘ নাকি তোমার চুলের রাশি ;
জানিনা, বুঝিনা আমি
কোনটা বেছে নেব ,
কাকে বেশী ভালবাসি ।
হেমন্তের গান নাকি তোমার না-বলা কথা ,
কাকে চাই নিভৃতে নির্ঘুম রাতে-
আমার হৃদয়ে কার আসনটি পাতা ।
দিগন্তরেখায় মাটি-আকাশের কানাকানি ।
তোমায় আমায় মিল কখোনো হবে না জানি।
কি করে বা হয় ,
তুমি-আমি মিলে গেলে
শুধু যে আমিটি পরে রয় ।
তৃষিত মাটিতে পড়ে বৃষ্টির জল ,
তোমাকে দেখব বলে
মন আমার হয়েছে চঞ্চল ।
তোমায় বোঝেনা কেউ
আর কেউ থাকেনা পাশেতে ,
আমিও চলেছি একা ,
শুধু তোমাকে যা নিয়ে সাথে ।
তুমি মানসী আমার
তুমি আমার কলপনা ।
আমার সর্বস্ব জুরে আছ তুমি ,
তুমি আমার সান্ত্বনা ।
Friday, April 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment