Thursday, December 13, 2007

হাড়িয়ে গেছে মা


হারিয়ে গেছে মা।
এদিকে যাই ওদিকে যাই
এঘরে যাই, ওঘরে যাই।
কোথাও যে পাইনা।
হারিয়ে গেল কোথায় আমার মা ।
ভোরের রাতে ঘুমের ঘোরে
শুনতে পেলাম আদর করে
মা যেন ঐ ডাকে।
ওরে আমার সোনা মেয়ে
সকাল হল দ্যাখরে চেয়ে
ভোরের আলো কাটছে আঁধারটাকে।
তাকিয়ে দেখি সূন্য ঘরে-
দাইমা শুয়ে মেঝের পরে-
আর তোরে কেউ নেইকো কোনোখানে।
এদিকে চাই ওদিকে চাই
এঘরে যাই, ওঘরে যাই
মার গলা যে শুনতে পেলাম কানে ।
বারান্দাতে গিয়ে দেখি
বাবা আছে দাঁড়িয়ে একি
মায়ের ছবি জড়িয়ে নিয়ে বুকে।
উদাস চোখে আছে চেয়ে-
ঝরছে যে জল দুচোখ বেয়ে
কেমন করে বোঝাই এখন এঁকে।
কাছে গিয়ে বলি ডেকে -
মায়ের ছবি পাশে রেখে
লক্ষ্মী বাবা এবার শুয়ে পড়ো।
আর করোনা চিন্তা কোনো
একটা কথা বলি শোনো-
আজকে থেকে আমি হলাম বড়।

No comments:

Post a Comment