Thursday, December 13, 2007

রূপকার




বহুদূর, দূরান্তরে, মরূভুমি, বনছায়ে, সাগরে বা আকাশের কোলে
আছ তুমি আমার হদয় জুড়ে ভালবাসা হয়ে.
গোলাপের গন্ধে তুমি, বেল, চাপা, যুঁই
রক্ত ঝরা বেদনাতে- কাটা যদি ছুঁই.
পশ্চিম আকাশে ঐ রক্তিম শযায়
তোমার ঈশারা যেন
জীবন সন্ধায়.
এখনি ডেকনা বন্ধু থাকি কিছুখন-
এপাড়ে জীবন.

তোমায় প্রেমের কথা যতবার বলি
হাস মুখ টিপে.
জান তুমি আস যদি কাছে, মিলন ইচ্ছায়
বিপরীতে মন যায়.
প্রবল পুরুস তুমি
খুধা আগ্রাসী-
দৃঢ় আলিঙ্গন .
ভালবাসি দূর থেকে
তবু চাইনা মিলন.

ভালবাসা আরশিতে যদি ধরা যেত
সে শুধু নিজের ছবি নানা ভঙ্গিমায়
ছড়ান-ছিটান থাকে জীবন খাতায়.
সে ছবির রূপকার তুমি না কি আমি
হয় নাতো জানা.
যতদিন দু-জনার মেলেনা ঠিকানা.

No comments:

Post a Comment