Thursday, December 13, 2007

রাজ্য পুলিশ

রাজ্য পুলিশ কেমন করে শান্তি রাখে ধরে,
পুলিশরে লেজ বাঁধা যে আজ সিপিএমের ঘরে.
পার্টির কথায় নাচে পুলিশ, পার্টির কথায় ছোটে.
পার্টির কেডার মারলে চাঁটি, ঠোঁট ফুলিয়ে ওঠে.
তালপাতার সেপাই এরা, কেউবা কুমড়োপটাস.
হাতে বিড়ি, পায়ে চটি, চলে ফটাস ফটাস.
ঘুসের টাকায় ফুলছে ভাল এদের টাকার থলি.
গরীব মানুষ হচ্ছে শুধু এদের হাতে বলি.
কেডার করে ধর্ষণ, আর কেডারে নেয় জান
রাজ্যপুলিশ দাঁড়ি্য়ে দ্যাখে- কি কর্তব্য জ্ঞান.
পুলিশবাবু ব্যাস্ত ভীষণ ক্রকেট নিয়ে মাতে.
ব্যবসায়ীরা টাকা ঢালে উপুড় করে হাতে.
কার বিয়েটা ভাঙ্গতে হবে, কাকে করবে যে ঘর ছাড়া
জেলখানাতে পুরতে হবে- গান গাইছে কারা !
বুদ্ধবাবুর জমিদারি, টাটা-বিড়লার রাজ
বড়লোকের পাহাড়াদারী, এটাই এদের কাজ.
এদের টিকি বাঁধা কোথায় সবাই সেটা জানে-
নন্দীগ্রামে শান্তি এরা কেমন করে আনে !

No comments:

Post a Comment