এ এক হয়েছে জ্বালা,
ঘরেতে আমার ঝুলছে মস্ত তালা ।
পূজার ছুটিতে গেছিলাম ভাই দেশে,
বিপদে পড়েছি দেখ দেখি ফিরে এসে।
ঘরটি আমার বেঘর হল কি তবে,
এমন ঘটনা কে বল শুনেছে কবে ।
বাড়িওলাটিকে বললাম করজোড়ে
ঘরটি আমার খুলে দিন দয়া করে ।
বলব কি ভাই তা তাজ্জব কথা-
বাড়িওলা বলে কেশে –
যার ঘর সেই চাবি নিয়ে যাক এসে ।
হাঁ করে খানিক হাওয়া খেয়ে ভাই
বললাম সাবধানে- তার মানে-
আমি তো অমুক বাবু ,
বাঁকা হেসে বুড়ো বলে কিনা
আমি হচ্ছিনা ওতে কাবু ।
আমি বোকা নই অত-
দেখতে পাচ্ছি স্পষ্ট মেয়ের মত
নাক মুখ সব,পাজামা পড়েছে, তাজ্জব তাজ্জব ।
ঘোর কলি কাল এযে,
মেয়েছেলে চোর কি জানি করবে কি যে ।
তাড়াতাড়ি গিয়ে পানের দোকানে
আয়নাটা নিয়ে দেখি
মেয়েছেলে আমি সত্যি হয়েছি একি ।
হায় কি যাদুর প্রকোপ বেড়েছে দেশে ।
এক থেকে আর এক হয়েগেছি ফেঁসে ।
Sunday, August 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment