Sunday, August 28, 2011

সমান্তরাল



মাকড়সার জাল হাতে এঁকে দেখালে আমায়


আমি অবাক বনে বলেছিলাম ,


দু-খানা সরল রেখা টান না তোমার হাতে,


যে রেখা অনন্ত অনাদি চলবে পাশাপাশি ,


তবু মিলবে না কোনদিনও ।
সে বলল – ও সরল রেখা


শুধু হাতে যায় নাটানা।


তাছাড়া মাকড়সার জাল কেমন


জটিল রহস্যময় ।


সরল রেখার মধ্যে কি আছেআকর্ষণ ।


সে তো চলেছে অন্তহীন চলেছে সোজা ।


তাকে বোঝা তো কঠিন নয় ।
আমার যেন মনে হয় –


সমান্তরালের অনাদি, অনন্ত রহস্যসহজ নয় ।


আমার চিন্তার জালছিন্ন-ভিন্ন করে


রোজ সে জাগিয়ে রাখে –


কেমন করে জানা যায়,


কেমন করেযায় বোঝা ।


এরা যদি অবিনশ্বর, যদি এরা কালাতীত-


তবে কি সত্য দুই- কে বলে দেবে !

No comments:

Post a Comment