আমাকে চলতে দাও আমার মতন করে
ছন্নছাড়া বাধনহারা পাহাড়ি ঝরনা
যেমন পাথর বেয়ে যায়
সাগর পারে সূর্য ডোবে
রক্তে রাঙ্গা আকাশের গায়ে
উড়তে দাও গাংচিল হয়ে
সে আকাশে ছন্দবিহীন
রক্তিমতায়,...
রেখোনা আমি বন্দী করে
তোমার ছন্দে তালে লয়ে
তুই বলেছিলি আমায় -
সেদিন থেকে ছেড়ে দিলাম
যা উড়ে যা
নেই কোনো বাধা
কোনো আগল নেই
তবু দেখি তুই আমার পথে ই চলিস
ভাবের কথা ই বলিস
ফিরে আসিস হৃদয় মাঝে
মাতাল মাধুরিমায়
ছন্নছাড়া বাধনহারা পাহাড়ি ঝরনা
যেমন পাথর বেয়ে যায়
সাগর পারে সূর্য ডোবে
রক্তে রাঙ্গা আকাশের গায়ে
উড়তে দাও গাংচিল হয়ে
সে আকাশে ছন্দবিহীন
রক্তিমতায়,...
রেখোনা আমি বন্দী করে
তোমার ছন্দে তালে লয়ে
তুই বলেছিলি আমায় -
সেদিন থেকে ছেড়ে দিলাম
যা উড়ে যা
নেই কোনো বাধা
কোনো আগল নেই
তবু দেখি তুই আমার পথে ই চলিস
ভাবের কথা ই বলিস
ফিরে আসিস হৃদয় মাঝে
মাতাল মাধুরিমায়
No comments:
Post a Comment