তোমার হাসি চোখের কোনে থাকে
সম্মোহিনী শক্তি অনুভবে
যে বোঝে সে জরায় পাকে পাকে ,
অনুকম্পা ঝুলিয়ে ঠোঁটের কোনায়
অনায়াসে এড়িয়ে চলে যাও
আকুল স্বরে ডেকে বলে সে
যা নিলে তা ফিরিয়ে দিয়ে যাও ;
মুর্খ সে যে জানেনা যা দিল -...
সে তোমারি চোখের কোনায় ছিল
চোখের থেকে বুকের ভিতর
এনে ভেবেছিল
তোমায় বাঁধা যায়
দিন ঢোলে আজ রাত এসেছে নেমে
বুঝেছে সে তোমায় কেবল
হারিয়ে পাওয়া যায়
সম্মোহিনী শক্তি অনুভবে
যে বোঝে সে জরায় পাকে পাকে ,
অনুকম্পা ঝুলিয়ে ঠোঁটের কোনায়
অনায়াসে এড়িয়ে চলে যাও
আকুল স্বরে ডেকে বলে সে
যা নিলে তা ফিরিয়ে দিয়ে যাও ;
মুর্খ সে যে জানেনা যা দিল -...
সে তোমারি চোখের কোনায় ছিল
চোখের থেকে বুকের ভিতর
এনে ভেবেছিল
তোমায় বাঁধা যায়
দিন ঢোলে আজ রাত এসেছে নেমে
বুঝেছে সে তোমায় কেবল
হারিয়ে পাওয়া যায়
No comments:
Post a Comment