Saturday, April 11, 2015

শেষ সে দিনের ছবি

সন্ধ্যা নামছে  দেখো ধীর পায়ে লজ্জা রাঙা ,আকাশের বুকে , 
তারা ঝিল মিল চোখ দুটি  খুলে ও খোলেনা ,
শতবার বিদায় জানায়  তাকে  , ফিরে ফিরে চায়  ,
পশ্চিম দিগন্তে  সূর্য্য  যায় অস্তাচলে 
দিন শেষে  পাখী যত ফেরে নীড়ে , 
বউ কথা কও বলে আর সে ডাকেনা ,

বড় চেনা পৃথিবী ছেড়ে  আজ যাব চলে
একবার কাছে এসে বসো , 
দুটি কথা বলো তুলে আনত নয়ন  মুখ পানে  ,
 আজ শেষ গানে  বলে যাই 
 তোমায় কি চোখে যে দেখি  , ডেকে বলে কবি  ,
চেয়ে দেখো সন্ধ্যা নেমেছে  সাথে তার
শেষ সে দিনের ছবি

No comments:

Post a Comment