Saturday, April 11, 2015

শহুরে মানুষ আর সবুজ হৃদয়



লাল বট ফল টুপ টাপ ঝরে পরে
কাজল দিঘির জলে মুখ দেখে মেয়ে
দিঘি তুই গভীর কত !সে কি তার
চোখের মতো - ডাক দিয়ে ডুব  দেয় চাঁদ ,
চেয়ে দ্যাখ  সোনালী সকাল হাসে  ভোরের আকাশে , সূর্য  বলে যায়
দিঘির কালো জল ভরে ওঠে   ঝরে পরা খয়েরি পাতায়
রাত যায় দিন আসে দিন ঢলে গোলাপী সন্ধ্যায়
 ,দিঘি তার মত শুয়ে থাকে
নিথর নিঝুম, বুক চাপা কান্নায়
ভেঙ্গে পরে মেয়ে ,দিঘি পারে বসে বসে
কাল বয়ে যায় , ফিরে আর আসেনা যে কেন ,
শহুরে  মানুষ    ,
সবুজ মেয়ের  অবুঝ  হৃদযে
বেঁধে রেখে গেছে  কেউ রঙিন ফানুস -
দিঘি ডাকে বুকে আয়  সব দুঃখ ভুলে
লাল বট ফল যেন ঝোরে পরে মেয়ে
দিঘির শীতল কোলে সব আশা ফেলে.

No comments:

Post a Comment