আকাশ নীল আর নেই , তাকে ঘিরে আছে ধুসর ধুলো আর ধোঁয়া ,
কবি ,
তোমার সোনালী ধানের শিষে
বিষাক্ত হাতের ছোঁয়া
কেড়ে নেয় কৃষকের প্রাণ !
মাঠের সবুজে কেউ আগুন দিয়েছে
সে আগুন জ্বলে তার পেটে ,
হাল -চাষী কার খোঁজে শহরে গিয়েছে ,
সে যে ভুলে গেছে রসদের খোঁজে হেঁটে
শস্যের ঘ্রাণ
কবি ,
তোমার সোনালী ধানের শিষে
বিষাক্ত হাতের ছোঁয়া
কেড়ে নেয় কৃষকের প্রাণ !
মাঠের সবুজে কেউ আগুন দিয়েছে
সে আগুন জ্বলে তার পেটে ,
হাল -চাষী কার খোঁজে শহরে গিয়েছে ,
সে যে ভুলে গেছে রসদের খোঁজে হেঁটে
শস্যের ঘ্রাণ
No comments:
Post a Comment